মেনু নির্বাচন করুন

ইতিহাস

ফাজিলপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়টি ১৯৬৮ সালে মরহুম মওলানা আব্দুর রহিম (প্রতিষ্ঠাতা) দাতা সদস্য মরহুম মোহাম্মদ আলী,মরহুম খয়ের উদ্দিন সহ স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গদে্র সহায়তায় ১.৫৬ একর জমির উপর প্রতিষ্ঠিত।প্রতিষ্ঠানটি তারাগঞ্জ উপজেলায় রংপুর-দিনাজপুর মহাসড়ক সংলগ্ন চিকলী নদীর পার্শ্বে মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি ০১/০১/১৯৭২ সালে নিম্ন মাধ্যমিক হিসাবে ১ম স্বীকৃতি এবং ০১/০১/১৯৯৫ সালে মাধ্যমিক স্বীকৃতি লাভ করে। ০১/০৪/১৯৯৯ সালে এমপিও ভূক্তি হয়।